বেরোবিতে কর্মচারী ইউনিয়নের নির্বাচন সোমবার

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারীদের সংগঠন কর্মচারী ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রথম নির্বাচন। সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।।

বিশ্ববিদ্যালসূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, আহবায়ক কমিটির সদস্যের মধ্যে বিভক্তির রাজনীতি, কর্মচারীদের আদলে আহবায়ক কমিটির বিপরীতমূখী অন্য একটি কমিটি গঠনসহ নানান কারণে এতদিন নির্বাচিত কমিটি গঠন করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এই নির্বাচনকে ঘিরে কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শাহিনুর রহমান বলেন,‘ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ব্যাবস্থা গ্রহণ করা হযেছে।’

জানা যায়, ২১ টি পদেও বিপরীতে ৬৪ জন প্রতিদন্দ্বীতা করবেন। এ্যাডহক ও বেতনভুক্তসহ মোট ৪০৬ জন ভোট প্রদান করতে পারবেন। কিন্তু মাস্টারোলের কর্মচারীরা কোন প্রকার ভোটপ্রদান করতে পারবেন না।

পছন্দের আরো পোস্ট