
জাবির দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের নবীন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাঁকজমকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক মুহাম্মাদ তারেক চৌধুরী বলেন, আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আনন্দ ও বেদনার নিদারুণ এক সংমিশ্রণ। একদিকে যেমন বিদায়ের বাণী ধ্বনিত হচ্ছে ঠিক অন্য দিকে নতুনের আগমনে আনন্দের বার্তা বয়ে আনছে। বিভাগের দেওয়া বিদ্যা কাছে লাগিয়ে বিদায়ী শিক্ষার্র্থীরা দেশ ও জাতির সেবার মাধ্যমে বিভাগের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্রেস্ট ও ফুল দিয়ে ৪৫ তম ব্যাচের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় ও ৪০তম ব্যাচ ও ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
এ সময় বিদায়ীরা শিক্ষার্থীরা তাদের জীবনের আনন্দ ও দুঃখের স্মৃতিচারণ করেন এবং নতুনেরা তাদের বিশ^বিদ্যালয় জীবনে আগমনের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক মো. শওকত হোসেন, মোহাম্মাদ আলী, আবদুছ ছাত্তারসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভাগীয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।#
আরএইচ