ড্যাফোডিলে আন্তঃ বিভাগ ক্রিকেট টূর্ণামেন্ট
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ক্রিকেট টূর্নামেন্ট-২০১৬ এ ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ চ্যাম্পিয়ন ও ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ রানার আপ হয়েছে। শনিবার (৫ নভেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ২উইকেটে ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রথমে ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুয়েল ম্যান অব দি ম্যাচ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শরীফুল সৈকত ম্যান অব দি টূর্নামেন্ট হওয়ার গেীরব অর্জন করে।
টূর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম। এসময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও ডিআই্ইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. এ বি এম কামাল পাশা টুরিজম ও হসপিটালিটি ম্যাইেৎমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজ। ##