জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন

photo-5-11-16বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গতকাল দুপুরে ১০৪ নং পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রাথমিক শিক্ষার মন্নোনয়ন ও সমপনী পরীক্ষা-২০১৬ এর প্রস্তুতি পর্যবেক্ষনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন।

পরিদর্শনকালে তিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল সহ অত্র ক্লাষ্টারের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে শিক্ষকের ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও তিনি অত্র বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো.আনিছুর রহমান,অত্র ক্লাষ্টারের সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তাকিম বিল্লাহ । এরপরে তিনি বারইখালী দক্ষিণ সুতালড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মন্নোনয়ন ও সমপনী পরীক্ষা-২০১৬ এর প্রস্তুতি বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার যোগদান করেন।#

পছন্দের আরো পোস্ট