এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভর্তি কার্যক্রম শুরু

asian wimenএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লু’তে ওপেন হাউজ সেশনের মাধ্যমে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রোজি বেটসন।উদ্বোধনী বক্তব্যে রোজি বেটসন বলেন, ওপেন হাউজ সেশনটি মূলত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সম্পর্কে জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আয়োজন করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের নিয়মাবলী, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সকল তথ্য ওপেন হাউজ সেশনে পাওয়া যাবে।

এনভায়রোনমেন্টাল সায়েন্স, ইকোনোমিক্স, পাবলিক হেলথ এন্ড পলিটিক্স, ফিলোসফি ও ইকনোমিক্স বিষয়ে বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ার সুযোগ রয়েছে।  মোট ১৮টি বিষয়ে পড়ার জন্য ওপেন হাউজ সেশনে মাইনর বুথে পাওয়া যাচ্ছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১৮টি বিভাগে ২০১৭-১৮ সেশনে ১৬ দেশের ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

Post MIddle

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহযোগী পরিচালক (ভর্তি) মো. রিয়াদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ভর্তি কার্যক্রম নিয়ে ওপেন হাউজ সেশনে বুথ বসানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ম্যাথ সেন্টার, রাইটিং সেন্টার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, আ্যাকসেস একাডেমি, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ারস, রেসিডেন্স লাইফ এবং লাইব্রেরি বিভাগের প্রতিনিধিরা ওপেন হাউজে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের যাবতীয় তথ্য প্রদান করছেন। ওপেন হাউজ সেশনে চট্টগ্রামের ৩০টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন বলে জানান তিনি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট