প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী ২০ নভেম্বর শুরু

psc-examপ্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ এর সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচী অনুযায়ী প্রাথমিক ও ইবতেদায়ির সকল পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে।

Post MIddle

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২০ নভেম্বর রোববার ইংরেজি, ২১ নভেম্বর সোমবার বাংলা ও ২২ নভেম্বর মঙ্গলবার প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান এবং ইবতেদায়ির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান ২৩ নভেম্বর, ধর্ম ও নৈতিক শিক্ষা ২৪ নভেম্বর এবং গণিত বিষয়ে ২৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আরবি ২৩ নভেম্বর, কোরান মাজিদ ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্ ২৪ নভেম্বর এবং গণিত বিষয়ে ২৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ২০(বিশ) মিনিট বরাদ্দ থাকবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট