চবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

CU Logoচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র আয়োজনে এবারের প্রতিযোগিতায় দেশের বিভন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪টি টিম অংশগ্রহণ করছে। এবারের প্রতিযোগিতার মূল স্পন্সর হিসেবে রয়েছে জেএমএস হোল্ডিংস।

‘জেএমএস হোল্ডিংস-সিইউ ইন্টারভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৬’ শিরোনামে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার বিতর্কগুলো চবি সমাজবিজ্ঞান অনুষদ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যায় নগরীর মিলানজে রেস্টুরেন্টে।

Post MIddle

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন আকিব ফারহান হোসেন, ফারদিন আমিন, কাওসার মাহমুদ, জুবায়ের আহমেদ, শাদমান সিদ্দিকীসহ প্রথিতযশা বিতার্কিকরা।

এই প্রতিযোগিতায় মূখ্য আয়োজকের দায়িত্ব পালন করছেন কাজী জাওয়াদ হোসেন এবং সহযোগী আয়োজক হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান আকিব।

পছন্দের আরো পোস্ট