স্টামফোর্ডের ক্যালেন্ডারে থাকবে তোমার ছবি!!

fb_img_1478139403363স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন বিভাগ প্রতিবছর নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের প্রকাশনার দায়িত্ব থাকে বিভাগটির।প্রতিবছরের ন্যায় এবারো বাৎসরিক ক্যালেন্ডারের কাজে হাত দিয়েছেন তারা। তবে এবারের ক্যালেন্ডারে থাকবে বৈচিত্র্য, থাকবে স্টুডেন্টদের ছবি।

ধানমন্ডি হেড অফিসে পিআরডি কার্যালয়ে কথা হয় স্টামফোর্ড ইউনিভার্সিটির পিআরডি কর্মকর্তা সুপা সাদিয়ার সঙ্গে, তিনি জানান ” আমরা ২০১২-১৩সেশনেও এমন ক্যালেন্ডার করেছিলাম। এবারে শিক্ষার্থীদের ছবি আহ্বান করা হয়েছে অফিস থেকে, মোট ৩২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে ক্যালেন্ডারের জন্য। যাদের নিয়ে একটি গ্রুমিং সেশনের পর আমরা মূল শুট করবো। আশা করছি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এই পদক্ষেপটি।”

স্টামফোর্ড পিআরডি কর্মকর্তা সুপা সাদিয়া স্বাক্ষরিত বিবৃতি হতে জানা যায়।

যা যা লাগবে :

Post MIddle

১.এক কপি ছবি (৪আর সাইজ)

২.এক কপি ছবি (পাসপোর্ট সাইজ)

৩.ভার্সিটির আইডি কার্ডের ফটোকপি

৪.আগ্রহী শিক্ষার্থী ফোন নাম্বার

এগুলো পাঠাতে হবে ধানমন্ডি ক্যাম্পাসের জনসংযোগ বিভাগে। ( কাভারে বিবৃতি সংযুক্ত)

পছন্দের আরো পোস্ট