
জাবির পাবলিক হেলথ বিভাগে নবীনবরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেনীর ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এক জমাকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করে নেয়া হয়।
নবীনবরণ শেষে বিভাগের শিক্ষার্থীদের মাধ্যে অনুষ্ঠিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন বিভাগের সভাপতি ও শিক্ষকরা।
পুরস্কার বিতরণী শেষে সন্ধায় বিভাগের উপরে ডুকুমেন্টারি প্রদর্শন ও এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসরাম, বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল ফোরকান সিদ্দিক ও বিভাগের শিক্ষক সাখওয়াত হোসেন, জেবাউননেছা জেবা, সাবরিনা মুনাজ্জিন, শবনম নাহার প্রমুখ।#
আরএইচ