জাবিতে উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিল

JU logoঅগ্রণী ব্যাংক লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় ‘উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিল’ নামে একটি একাউন্ট খোলা হয়েছে VC Joruri Chikitsha Shohayta Tahbil, A/C No. 0200008947626, Agrani Bank Limited, Jahangirnagar University Branch, Savar, Dhaka, Bangladesh। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিকে বড় ধরনের চিকিৎসাজনিত কাজে আর্থিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়।

আর্থিকভাবে অস্বচ্ছল, অসুস্থ, মুমূর্ষু ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, শিক্ষক, অফিসার, কর্মচারি এই তহবিল থেকে সহায়তা পাবার জন্য বিবেচিত হবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিভিন্ন ব্যাংক, বীমা, অফিস, প্রতিষ্ঠান, ট্রাস্ট সহ সকল উদার ব্যক্তিকে এই তহবিলে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্ত-পীড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

পছন্দের আরো পোস্ট