কুবির হলে স্টাডি সেন্টার ‘জাগরণী’র উদ্বোধন

‘‘আনো জ্ঞানদীপ এই তিমিরের মাঝ, বিধাতার সম জাগো প্রেম প্রোজ্জ্বল’’ শীর্ষক স্লোগান নিয়ে প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে ‘জাগরণী’ নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্টাডি সেন্টার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ এ স্টাডি সেন্টার উদ্বোধন করেন। পরে হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসানের সঞ্চালনা উক্ত অধ্যয়ন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু তাহের, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, গণিত বিভাগের প্রধান মো. আব্দুল হাকিম প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের নিচতলায় মনোরম একটি কক্ষে এই স্টাডি সেন্টার তৈরি করা হয়। স্টাডি সেন্টারটিতে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী এক সাথে পড়াশুনা করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নানা সংকট রয়েছে। এগুলো সমাধান করার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় হল প্রশাসন উল্লেখ করে হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান বলেন, ‘যে কোন ভাল কাজ কাউকে শুরু করতে হয়। আমরা শুরু করলাম। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এই রকম শীতাতপ নিয়ন্ত্রিত স্টাডি সেন্টার নেই। এখানে শিক্ষার্থীরা নিবিড়ভাবে পড়াশুনা করতে পারবেন। বই পড়ে হতে পারবেন স্বজ্ঞানে আলোকিত।’

এই হলের সাবেক ও প্রথম প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান বলেন, ‘আমি যখন প্রাধ্যক্ষ ছিলাম তখন আমাদের নিজেদের বসার রুম পর্যন্ত ছিল না। প্রশাসনের কাছ থেকে কোন টাকা পয়সা আসতো না। এখন অনেক কিছু আছে। আশা করি ভবিষ্যতে আরও অনেক সুবিধা পাবেন শিক্ষার্থীরা।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসেন পড়াশুনা করতে। বিশ্ববিদ্যালয় প্রসাশনের দায়িত্ব তাদের পড়াশুনার পরিবেশ সৃষ্টি করে দেয়া। বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন সেই কাজটাই করেছেন। যার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে আরও মনোযোগী হবেন।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আজকের এই স্টাডি সেন্টার তোমাদের অর্থেই তৈরি হয়েছে। এটা তোমরা নিজের জিনিস মনে করে ব্যবহার করবে এবং যথাযথ ব্যবহার করবে। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়কে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আর এর প্রমাণ শীতাতপ নিয়ন্ত্রিত এই স্টাডি সেন্টার।’

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, হলের হাউজ টিউটর সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, জিল্লুর রহমান, মিহির লাল ভৌমিক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মইনুল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. সাদেকুজ্জামান, ফার্মেসী বিভাগের প্রভাষক মো. এনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক, পরিসংখ্যান বিভাগের প্রভাষক আফরিনা অক্তার মিশু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীসহ অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট