৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

PSC+Building.মঙ্গলবার (১ নভেম্বর)  বিকালে ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । মোট  ৮৫২৩ জন আবেদনকারীকে সাময়িকভাবে যোগ্য  ঘোষণা করা হয়েছে। ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে থেকে জানা যাবে।  তাছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে। ফল জানার জন্য PSC<Space>37<Space> Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ Registration Number সহ qualified অথবা not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ##

পছন্দের আরো পোস্ট