শিক্ষা ক্যাডারে পদোন্নতি ৩৪২ কর্মকর্তার

education-ministryবিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ৩৪২ জন কর্মকর্তাকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে তাদের পদায়নেরও নির্দেশ দিয়েছে।

Post MIddle

তাদের মধ্যে অর্থনীতির ২৫ জন, আরবির একজন, ইসলামী শিক্ষায় ছয়জন, ইসলামের ইতহাস ও সংস্কৃতির ২২ জন, ইংরেজির ২৩ জন, ইতিহাসের ১০ জন, উদ্ভিদবিদ্যার ১৮ জন, গার্হস্থ অর্থনীতির একজন, গণিতের ১১ জন, দর্শনের ২৬ জন, পদার্থবিদ্যার ২২ জন, পরিসংখ্যানের তিনজন, প্রাণিবিদ্যার ১৯ জন, বাংলার ৩৮ জন, ব্যবস্থাপনার ১৯ জন, ভূগোলের একজন, মার্কেটিংয়ের একজন, মনোবিজ্ঞানের তিনজন, রসায়নের ১৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজ কল্যাণের ১১ জন, সমাজ বিজ্ঞানের চারজন, সংস্কৃতির দুইজন ও হিসাব বিজ্ঞানের দুইজন কর্মকর্তা রয়েছেন।

এছাড়া টিচার্চ ট্রেনিং কলেজের ইসলামী আদর্শের দুইজন, ইংরেজির দুইজন, ইতিহাসের দু্ইজন, গণিতের একজন, গ্রন্থাগার বিজ্ঞানের একজন, প্রফেশনাল ইথিক্সের একজন, বাংলার একজন, ভূগোলের একজন, মেন্টাল হাইজিনের একজন, বিজ্ঞানের তিনজন ও শিক্ষার পাঁচজন কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

পছন্দের আরো পোস্ট