রুপসা উপজেলায় প্রথম দিনেই ২৬ শিক্ষার্থী অনুপস্থিত

_20161101_132601সারা দেশের ন্যায় আজ রুপসা উপজেলায় ও এক যোগে জুনিযর স্কুল সার্টিফিকেট (জে এস সি) এর বাংলা প্রথম পত্র এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে ডি সি) এর কুরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে ।

অত্র উপজেলার জেডিসি পরীক্ষার একমাত্র কেন্দ্র সামন্তসেনা দারুঃ ছিদ্দিঃ দাখিল মাদ্রাসায় প্রথম দিনে মোট ৩৪৭ জন শিক্ষার্থীদের মধ্যে  ২৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল । এর মধ্যে ছাত্র ১৪ জন এবং ছাত্রী ১২ জন ।

উল্লেখ্য , কোন রকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে  ।

পছন্দের আরো পোস্ট