পবিপ্রবিতে বিএএম অনুষদের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএএম অনুষদের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন।
এছাড়া আরো বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক মোঃ জাকির হোসেন, ড. মোঃ সুজাহাঙ্গীর কবির ও কয়েকজন বিদায়ী শিক্ষার্থী প্রমুখ। এর আগে সকাল ৯-৩০ মিনিট এ বিএএম অনুষদ ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন।
পরে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।