নকলে সহযোগীতায় মাদ্রাসা শিক্ষকের কারাদন্ড

photo-1-11-16বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষায় নকলের সহযোগীতায় করায় বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে এ কারাদন্ড প্রদান করেন।

জেডিসি পরীক্ষার প্রথম দিনে কোরআন পরীক্ষা চলাকালীন সময়ে ২৭ নং কক্ষে বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হাবিবুর কর্তব্যরত ছিলেন। তিনি ২৯ নং কক্ষে পরীক্ষারত তার মাদ্রাসার ছাত্রী আয়শা আকতারকে সহযোগীতার জন্য যায়।

Post MIddle

এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ঐ কক্ষে সোরগোল শুনে প্রবেশ করে নকলে সহযোগীতা করা অবস্থায় শিক্ষক হাবিবুর রহমানকে হাতে নাতে ধরে ফেলে।

শিক্ষক কর্তৃক নকলে সহযোগীতা করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ঐ শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অত্র মাদ্রাসার ছাত্রী আয়শা আকতার কে বহিষ্কার করা হয়েছে।

পছন্দের আরো পোস্ট