আজ শুরু হচ্ছে অনার্স ১ম বর্ষের পরীক্ষা

National Logoজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্র্র্স ১ম বর্ষ পরীক্ষা সারাদেশে আজ ১ নভেম্বর দুপুর ১ টায় শুরু হচ্ছে। প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস বিষয়ের আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে ৬৯৩ কলেজের ৩০ টি বিষয়ে মোট ৩৪০২৩৫ জন শিক্ষার্থী ২৩৬ টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য প্রথমবারের মত কোন প্রকার বিলম্ব ছাড়াই ২০১৬ সালের পরীক্ষা ২০১৬ সালেই অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।

গতকাল সোমবার (৩১অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পছন্দের আরো পোস্ট