বেরোবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ৬ নভেম্বর থেকে

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪ শিফটের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ৬ নভেম্বর হতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট হতে ডাউনলোড দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান,‘ ৬ নভেম্বর হতে পরীক্ষা চলার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।’

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে আগামী ১৩ নভেম্বর সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর ২টায় এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা মোট চার শিফটে আগামী ১৪ নভেম্বর সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায়, দুপুর ২টায় এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

Post MIddle

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় এবং বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা মোট তিন শিফটে আগামী ১৬ নভেম্বর সকাল ৯টায়, বেলা সাড়ে ১১টায় এবং দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে আগামী ১৭ নভেম্বর সকাল ৯টায় এবং বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।জীব ও ভু-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা মোট দুই শিফটে আগামী ১৭ নভেম্বর দুপুর ২টায় এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের www.brur.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট