প্রতি মাসের মত এ মাসেও “রকমারি মামাবাড়ি”
প্রতি মাসের মত এ মাসেও এলো “রকমারি মামাবাড়ি” ।মামার বাড়ির সব আবদার যেমন পূরণ হয় তেমনি রকমারিতেও হবে আপনার সব আবদার পূরণ। এবার ফ্রি তেই বই নিন রকমারি থেকে।৩১ অক্টোবর সারাদিন রকমারি ডট কম থেকে যেকোনো পরিমাণ বই অর্ডার করলেই অর্ডারকারীদের মাঝ থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০ জন ক্রেতাকে তার অর্ডারকৃত বই দেয়া হবে একদম ফ্রি। কেউ পেমেন্ট করলেও পেমেন্টকৃত অর্থ ফেরত দেয়া হবে।
৩০% পর্যন্ত ছাড়ে প্রোগ্রামিং-আউটসোর্সিং এর বই কেনার আজই শেষ দিন
৩০ খন্ডের দুই বাংলার সেরা রবীন্দ্র রচনাবলী সহজ শর্তে কিনতে এখানে ক্লিক করুন।
এ মাসের বেস্টসেলার বইগুলো দেখুন