প্রতি মাসের মত এ মাসেও “রকমারি মামাবাড়ি”

unnamedপ্রতি মাসের মত এ মাসেও এলো “রকমারি মামাবাড়ি” ।মামার বাড়ির সব আবদার যেমন পূরণ হয় তেমনি রকমারিতেও হবে আপনার সব আবদার পূরণ। এবার ফ্রি তেই বই নিন রকমারি থেকে।৩১ অক্টোবর সারাদিন রকমারি ডট কম থেকে যেকোনো পরিমাণ বই অর্ডার করলেই অর্ডারকারীদের মাঝ থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০ জন ক্রেতাকে তার অর্ডারকৃত বই দেয়া হবে একদম ফ্রি। কেউ পেমেন্ট করলেও পেমেন্টকৃত অর্থ ফেরত দেয়া হবে।

একদম ‘০’ (শূণ্য) টাকায় সংগ্রহ করুন আপনার পছন্দের বই। তাহলে আর দেরি কেন? মামার বাড়ি রকমারিতে অর্ডার করে ফেলুন ঝটপট।কে জানে হয়তো আপনিও হতে পারেন সেই ভাগ্যবান ২০ জনের একজন।
পছন্দের আরো পোস্ট