জবির উন্নয়নে পৌনে ৩০০ কোটি টাকা অনুমোদন

jagonnath universityজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রজেক্ট ইন্টিমেশন কমিটির (পিইসি) সভায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধিকতর উন্নয়ন’ প্রকল্প খাতে ২৭৪ কোটি ১০ লাখ টাকা অনুমোদন করেছে সরকার। রোববার পিইসি সভায় এ অনুমোদন দেয়া হয়। রোববার বিকালে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান আলোকিত বাংলাদেশকে এ কথা নিশ্চিত করেন।

ভিসি বলেন, জবির উন্নয়নের চলমান প্রক্রিয়া হিসেবে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় জবির নতুন ক্যাম্পাস কেরানীগঞ্জে একটি ১০ তলা হল এবং একটি ২০ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এ প্রকল্পের কাজ শুরুর পর ‘জবির বৃহত্তর উন্নয়ন প্রকল্প’ নামে ৫০০ কোটি টাকার নতুন একটি প্রকল্প তৈরি করা হবে।

ওই প্রকল্পের আওতায় জবির খেলার মাঠ, ভিসি ভবন, একাডেমিক ভবন ও হলসহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যা যা দরকার সব কিছু নির্মাণ করা হবে। জবির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার সাহা বলেন, পিইসি সভায় কোনো প্রকল্প অনুমোদিত হলে তা একনেকে চূড়ান্ত সভায় শুধু স্বাক্ষর হওয়ার অপেক্ষায় থাকে।

পছন্দের আরো পোস্ট