কুয়েটে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

kuet-news3_31-10-16-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9cখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) “শহীদ মিনার” নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ ৩১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় শহীদ মিনারের আদলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ প্রান্তে ২২২২ বর্গমিটার এলাকা নিয়ে মোট ১২.৩৯ মিটার উচ্চতার এ শহীদ মিনার নির্মিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট