দীপাবলি উপলক্ষে হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজন
হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে উৎযাপিত হল সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান দীপাবলি। দীপাবলি উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারো বিশ্ববিদ্যালয় এলাকা দেশি-বিদেশী ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোমবাতির আলোয় আর আতশবাজিতে আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল ওয়াজেদ ভবন চত্বর। এ সময় স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। অনুষ্ঠানটি উৎযাপিত হয় ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ নামক সংগঠনের আয়োজনে। এ সংগঠনের সভাপতি জীবন রায় জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মার শান্তি লাভ করে। বিগত বছরের চেয়ে এবারের আয়োজনে ছিল ভিন্ন মাত্রা।
সন্ধ্যা ৬.৩০ মিনিটে দীপাবলি অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, হাবিপ্রবির ছাত্রলীগ নেতা জনাব পলাশ চন্দ্র রায়। এরপরেই পর্যায়ক্রমে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।#
আরএইচ