খুবি ভর্তি পরীক্ষায় থাকবে মোবাইল কোর্ট
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে ভ্রাম্যমান আদালত নিয়োজিত থাকবে। আগামী ৩ থেকে ৫ নভেম্বর ৩ দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৮টি ডিসিপ্লিনে ১২১১টি আসনের বিপরীতে ৪৪৭৪১ জন পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইলেক্ট্রোনিক্স ডিভাইস ও যানজটের ওপর। ইতোমধ্যে অনুষ্ঠিত দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বিষয়ে যেসমস্ত সমস্যা ধরা পড়েছে তার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগেই তা নিরোধে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ভর্তি পরীক্ষার্থীদের সবধরনের ইলেট্রোনিক্স ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করেছে।
তবে আগামী ৩ তারিখ ভর্তি পরীক্ষার প্রথমদিন কেবল বিজ্ঞান ও জীববিজ্ঞান স্কুলের পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে। অপরদিকে এবার পরীক্ষা হলে বিশেষ নজরদারীর জন্য কতিপয় নির্দেশনাও জারি করা হয়েছে। প্রক্সি রোধে কেউ যাতে কান বা মুখমন্ডল আবৃত না রাখে সে বিষয়টিও বিশেষভাবে দেখা হচ্ছে। এবারই প্রথম বিশ্ববিদালয় থেকে স্মার্ট প্রবেশপত্র দেয়া হয়েছে যেখানে পরীক্ষার্থীদের রঙিন ছবিসহ দেয়া হয়েছে প্রয়োজনীয় তথ্যসহ বিশেষ নির্দেশনা।
ভর্তি পরীক্ষার সময় শহরে এবং কেন্দ্রের সামনে যাতে যানজট এবং কোনো রকম আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করা হবে। পরীক্ষা চলাকালীন অসাদুপায়সহ অপ্রীতিকর ঘটনা রোধে ভ্রাম্যমান আদালত কার্যকর থাকবে। গল্লামারী ব্রীজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত পরীক্ষার ৩ দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা পর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গাড়ী পার্কিং এর জন্য জিরো পয়েন্ট এবং তার আশপাশের এলাকা ব্যাবহারের সুবিধা রাখা হবে। এসময় বিকল্প পথ হিসেবে সোনাডাঙ্গা থেকে রূপসা সংযোগ সড়ক জিরো পয়েন্ট হয়ে যানবাহন চলাচল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব ও সাদাপোশাকে নিরাপত্তা সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নিয়োজিত থাকবে।
অপরদিকে এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও কেসিসি উইমেন্স কলেজ(রূপসা), রেভারেন্ড পল্স ও হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং লায়ন্স স্কুল এন্ড কলেজ, গল্লামারী, খুলনা উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।##