ইবিতে ভর্তি আবেদনের শেষ সময় সোমবার

IU LOGOইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদন সোমবার (৩১ অক্টোবর) শেষ হচ্ছে বলে রেজিস্ট্রার অফিস নিশ্চিত করেছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই ভর্তি ফরম বিতরণ শুরু হয়।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪-৮ নভেম্বর। এবছর ৮টি ইউনিটে ২৫টি বিভাগে ১৬৯৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানা গেছে।

রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, নির্ধারিত সময়ে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভর্তি পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট