রায়হান মুশফিকের কবিতা ‘আগুনের তরল’

Raihanপানশালার শেষ টেবিলটা আমার দখলে; আগুনের তরল গলা দিয়ে নেমেছে কয়েক পেগ!
বেয়ারাটাকে বরফের টুকরো আনতে পাঠিয়েছি বহুক্ষণ।
টেবিলের কোণে আধখাওয়া চায়ের কাপ, কয়েকটা মাছি আসর বসিয়েছে ঐকোণে। আজ শেষ দেখা হলো ওর সাথে;
কতকাল পর!
কতকাল পর মুখোমুখি দুজনায়-
দমকা বাতাসে চুল উড়ে
আমার চিবুক ছোয়ার সুযোগ মেলেনি,
হয়নি বসে থাকা জলের দিকে চেয়ে।
এতটুকু সময় ছিলনা আজ হাতে,
না, ব্যস্ত ছিলাম না আমি
না ছিল আমার সম্পর্কের ঐপাশ!
তবু যেন কত ব্যস্ততার অবয়ব ঘিরে চারপাশে।
-ভাল থেক!
এই শেষ কথা তার,
আমি নিশ্চুপ দাঁড়িয়ে দেখেছি পথের সাথে মিলিয়ে যাওয়া ধুলো।
আর দেখা হবে না!
বেয়ারাটা এসেছে বুঝি-
হলদে তরল শেষ করি।
দিনশেষে পানশালার শেষ টেবিলই আমার সব।
আগুনের তরলই আমাকে বোঝে-
পুড়িয়ে ফেলে ভিতরের সব জ্বালা!

Post MIddle

রায়হান মুশফিক: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, সরকারি বি এল কলেজ, খুলনা।

পছন্দের আরো পোস্ট