বেরোবিতে হলের বর্ধিত ফি প্রত্যাহার দাবি ছাত্রলীগের

হলের বর্ধিত ফি প্রত্যাহারের জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সিন্ডিকেটের মুখোমুখি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫১-তম সিন্ডিকেট সভা চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারে গেলে উপাচার্য ৮ জন ছাত্র নেতাকে ডেকে নেন সিন্ডিকেট কক্ষে। শনিবার দুপুর ৩ টার দিকে তারা এ দাবি জানান।

Post MIddle

এছাড়াও তারা আসন্ন ভর্তি পরীক্ষার সময় হল চালু রাখা, হল এটাচমেন্ট ফি কমানো, ক্যাম্পাসে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ, ক্যাফেটেরিয়া চালু সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিও জানান।

জানা যায়, দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা সিন্ডিকেট বৈঠক প্রতিহত করার ঘোষণা দিলে উপাচার্য তাদের ডেকে নেন। পরে সিন্ডিকেট সদস্যদের সাথে বৈঠক করে দাবি আদায়ের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়।

বেরোবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের নের্তৃত্বে সাংগঠনিক সম্পাদক মেহের মাহমুদ শাওণ, ইমতিয়াজ বসুনিয়া, আরিফ মোর্শেদ, সহ ৮ জন ছাত্রলীগ নেতা এই রুদ্ধদার বৈঠকে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেট বৈঠকে দাবি আদায়ের আশ্বাসের প্রেক্ষিতে আমরা অবরোধ তুলে নিয়েছি। সিন্ডিকেট সিদ্ধান্তে দাবি আদায় না হলে আমরা আবারও আন্দোলনে যাব।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন,‘আমাদের এ আন্দোলন নিজেদের নয়। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা কওে আমরা আজ আন্দোলন করেছি। যদিও আমার অসুস্থতার জন্য আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি।’

তিনি আরো বলেন,‘উপাচার্য স্যারকে আমাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য অনুরোধ করছি।’
উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর উন নবী জানান,‘ তারা আমার কাছে কিছু দাবি পেশ করেছে আমি সেসব দেখছি।’ জানা যায়, এই সিন্ডিকেটে শিক্ষক নিয়োগ, ভর্তি পরীক্ষাসহ বেশ কিছু এজেন্ডা অর্ন্তভুক্ত ছিলো।#

পছন্দের আরো পোস্ট