আজ রুপসার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

unnamed-1দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতাকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতা এবং খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র (এনএসএসকে) এর আয়োজনে আজ দুপুর ২ টায় রুপসার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে ।  এ বছর অনুষ্ঠানটির ১১ বছর পূর্ণ হবে ।

Post MIddle

১ নং কাস্টম ঘাটে অতিথিরা ফেস্টুন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। এবার প্রতিযোগিতায় কয়রা, পাইকগাছা,তেরখাদা, কালিয়া, নড়াইল,গোপালগঞ্জ, মাদারিপুর ও ফরিদপুর থেকে মোট ২৮ টি বাইচ দল অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত , নৌকার মাপভেদে বাইচকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে বড় দল রয়েছে ১৯ টি আর ছোট দল রয়েছে নয়টি। বড় দলের প্রথম বিজয়ীরা পাবেন এক লক্ষ টাকা, দ্বিতীয় দল পাবেন ৬০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবেন ৩০ হাজার টাকা। অন্যদিকে ছোটদলের প্রথম বিজয়ী দল ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবেন ২০ হাজার টাকা।

পছন্দের আরো পোস্ট