বিএনসিসি কুবি প্লাটুনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নতুন ব্যাচে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ক্যাম্পাসের কাঁঠালতলা সংলগ্ন মাঠে এক মনোমুগ্ধকর প্রকৃতিঘেষা পরিবেশে এ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সেশনের মোট ১২৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট ৪০ জনকে ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আর এটিই হবে এ বিশ্ববিদ্যালয় প¬াটুনের ৬ষ্ঠ ব্যাচ।

৪ নং ময়নামতি ব্যাটালিয়নের অধিনে ২০০৯ সালের ২৯ মার্চ বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। বর্তমানে ৩৫ জন পুরুষ ও ২০ জন নারী ক্যাডেট রয়েছেন এ প্লাটুনে। প্রত্যেক ক্যাডেটের মেয়াদ থাকে তিন বছর পর্যন্ত। এতে শুধুমাত্র সেনা শাখার কার্যক্রম চলে।

ভর্তি পরীক্ষার সময় বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার এস. এম. ফেরদৌস কবীর প্রমুখ ছাড়াও প্লাটুনের সিনিয়র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট