ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৭

DU LOGOঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে সাতজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী। বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।

আটক শিক্ষার্থীদের মধ্যে নীলক্ষেত উচ্চ বিদ্যালয় থেকে তারিকুল ইসলাম, কার্জন হল থেকে আজিজুল আজিজ খান রিফাত ও আবদুল্লাহ আল মহসি, কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে মিলন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে রাব্বিক হাসান মুন, মোহাম্মদপুর গার্লস স্কুল থেকে তাসকিনুর রায়হান তমাল, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ থেকে তাওহিদুল ইসলাম ও এনামুল হককে আটক করা হয়েছে। পরে তমাল এবং রাব্বিক হাসান মুনের তথ্যের ভিত্তিতে আবু সাঈদ নামে এক জালিয়াত চক্রের সদস্যকে আটক করা হয় এবং তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের জানান, পরীক্ষা চলাকালে রাজধানীর ছয়টি কেন্দ্র থেকে এই সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রত্যেকের কাছ থেকে মুঠোফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। তাঁরা মোবাইলে হোয়াটস অ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহার করে প্রশ্ন বাইরে পাঠাচ্ছিলেন। পরে কেন্দ্রের বাইরে থেকে জালিয়াত চক্রের সদস্যরা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এক হাজার ৫৪০টি (বিজ্ঞানে ১০৯৭টি, বিজনেস স্টাডিজে ৩৯০, মানবিকে ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ নয় হাজার ১৭০ জন।##

পছন্দের আরো পোস্ট