হাবিপ্রবি উদ্ভিদ বিভাগের এমএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

হাবিপ্রবিহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের এম.এস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন মঙ্গলবার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, প্রফেসর ড. এস.এম এমদাদুল হাসান প্রমূখ।

এম.এস শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে এম.এস সম্পন্ন করে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এবং বিদেশী শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহন করে নিজ দেশের উন্নয়নে কাজে লাগাবে-এ আশাবাদ ব্যক্ত করেন ওরিয়েন্টেশনের বক্তারা।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট