বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০১৬) বাংলাদেশ ইউনিভাসিটি মিলনায়তনে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিভাসিটির উদ্যোগে অনুষ্টিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। অনুষ্ঠানে “রোড টু ক্যারিয়ার প্লানিং” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক যুগ্ম সচিব জনাব এ এইচ এম আফজাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর ড. আশরাফ উদ্দিন চৌধুরী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, বিইউ’র রেজিস্ট্রার মেজর (অব:) নিয়াজ মোহাম্মদ খান, ছাত্র কল্যান উপদেষ্টা জনাব মাহফুজুল হক প্রমুখ। সেমিনারটি পরিচালনা করে ইংরেজি বিভাগের শিক্ষক শেখ মোঃ আলাউদ্দিন।
অনুুষ্ঠানে বক্তারা ইন্টারভিউ এর কৌশল, বর্তমান চাকুরীর বাজার ব্যবস্থাপনা এবং দক্ষতা বাড়াতে ছাত্রছাত্রীদের করণীয় বিষয়ের উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সেমিনারে বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।##