গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে সেমিনার
গণ বিশ্ববিদ্যালয়ে রিভিউ অফ বিএমডিসি আন্ডার গ্রাজুয়েট কারিকুলাম-২০১২ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬অক্টোরব, ২০১৬ (বুধবার) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি’র সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মো. আশরাফ-উল-করিম খান, বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ফরিদা আদিব খানম ও সাভার এনাম মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের প্রধান অধ্যাপক নাসিম জাহান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ক্লিনিকাল ফার্মাকোলজি বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন এবং চর্ম বিভাগের প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক ডা. তানিয়া হক। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ও এনাম মেডিকেল কলেজের অর্ধ শতাধিক চিকিৎসক ও শিক্ষক এতে অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান কারিকুলামে কয়েকটি বিষয়ের সিলেবাস ব্যাপক এবং কোর্সের সময় কাল কম হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টির গভীরে প্রবেশ করতে পারছে না। এছাড়া তিনটি বোর্ডের অধীনে পরীক্ষা দিতে গিয়েও তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আগামী সিলেবাস প্রণয়নে এ বিষয় গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে বিএমডিসির প্রতি অনুরোধ জানান তারা।#
আরএইচ