আশা ইউনিভার্সিটিতে ফার্মা ফেস্ট শুরু

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি)-এর ফার্মেসী বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আক্টোবর) বিভাগ প্রঙ্গণে ‘ফার্মা ফেস্ট-ফল ২০১৬’ শুরু হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ব্লাড প্রেশার, ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার পরীক্ষা, পোস্টার প্রদর্শনী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আগামী ২৯ অক্টোবর ২০১৬ তারিখ এই অনুষ্ঠান সমাপ্ত হবে।আশাইউবি’র ট্রেজারার এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম হেলাল উজ জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু দাউদ হাসান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন এবং আইন বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল আলম, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কোহিনুর বেগম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শেখ মোঃ রজব আলী, ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্ত-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট