মাসিক সাহিত্যপাতার প্রকাশনা উৎসব ১ নভেম্বর

সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা ‘মাসিক সাহিত্যপাতা’র আলোচনা সভা, ওয়েবসাইট উদ্বোধন ও নভেম্বর ২০১৬ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ১লা নভেম্বর, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে মাসিক সাহিত্যপাতার সভাপতি মোঃ সাকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইট উদ্বোধন ও নভেম্বর ২০১৬ সংখ্যার মোড়ক উন্মোচন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হক, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা সঞ্চয় অফিসার কাজী হাসান উল্লাহ, মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা আলহাজ্ব কাজী মুহম্মদ অলিউল্লাহ, আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, আলহাজ্ব মোঃ আব্দুর রব ওয়ার্ছী, আলহাজ্ব শেখ আজিজুল হক, শেখ তৌহিদুর রহমান ডাবলু, আইন উপদেষ্টা এড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে মাসিক সাহিত্যপাতার সম্পাদক মোঃ আব্দুর রহমান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট