ঢাবি উপাচার্যের সঙ্গে মেক্সিকোর কনসাল জেনারেলের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মেক্সিকো’র কনসাল জেনারেল ফয়সাল খান আজ (২৬ অক্টোবর ২০১৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেক্সিকো’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশ এবং মেক্সিকো’র মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, দু’দেশের মধ্যে সাংস্কৃতিক দল আদান-প্রদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তারা মত বিনিময় করেন।#
আরএইচ