রাবিতে জালিয়াতির অভিযোগে ভর্তিচ্ছু আটক

RU LOGOরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে জালিয়াতির অভিযোগে আটক এক ভর্তিচ্ছুকে র‌্যাবে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে ‘এইচ’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) পরীক্ষা চলাকালে আশিক আহমেদ নামের ওই পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আশিক বগুড়ার শাজাহানপুর থানার মাঝিরা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। একটি জালিয়াতি চক্রের সদস্যরা আশিককে কেন্দ্রের বাইরে থেকে ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলো বলে জানা গেছে। ওই চক্রের সদস্যদের ধরতে তাকে র‌্যাব-৫ এর কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। ‘এইচ’ ইউনিটের পরীক্ষা চলাকালে মঙ্গলবার এক পরীক্ষার্থীকে শক্তিশালী ডিভাইসসহ আটক করা হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট