বশেমুরবিপ্রবির ভিসি পেলেন বিশেষ অ্যাওয়ার্ড

শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার `মহাত্মাগান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। তিনি শত ভাগ শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে উন্নত পদ্ধতি ও প্রক্রিয়াতে প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা চালুর এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নে বিশেষ সাফল্য লাভ করতে সমর্থ হন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ লাভ করার সুবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা প্রদান করেছেন।

গতকাল সোমবার ভিসি’র অফিস কক্ষে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বশেমুরবিপ্রবি’র শ্রদ্ধেয় ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হীরা, সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, কর্মচারী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আহম্মদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও ফুলের তোড়া দিয়ে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ, ঢাকা ১৯ অক্টোবর ২০১৬ শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য্যবাহী অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন কে ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট