ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ৪২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৮৪২ জন। পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। ‘ক’ ইউনিটে মোট আসনসংখ্যা ১ হাজার ৭৪৫টি। ২১ অক্টোবর (শুক্রবার) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।##