কুয়েটে গেইম আইডিয়া জেনারেশন কর্মশালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মোবাইল গেইম আইডিয়া জেনারেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টায় সিএসই বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. এম এম এ হাসেম, প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, এ্যাপনোমেট্রি লিমিটেড এর ব্যবস্থাপক জাকির হোসেন। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।##