রুপসা কলেজে শিশু পুনর্মিলন ও প্রতিযোগীতা
পোগ্রাম অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে আজ রুপসা উপজেলার “রুপসা ডিগ্রী কলেজ” এ শিশু পুনর্মিলন ও প্রতিযোগীতা ২০১৬ অনুষ্ঠিত হয় ।
প্রসঙ্গত , রুপসা উপজেলার ০ থেকে ১৮ বছর বয়স্ক সকল এতিম শিশুদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করে আসছে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর শিশু কল্যাণ বিভাগ ।