জীবনানন্দ দাস সাহিত্য পুরস্কার প্রদান
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে কবি মাসুদ খান ও কথাসাহিত্যিক মহীবুল আজিজকে। শনিবার বিকেলে বরিশালের রায় রোডে খেয়ালী থিয়েটার কার্যালয়ের কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগারে এ পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়। এর আগে শ্রদ্ধা জানানো হয় রূপসী বাংলার কবির প্রতিকৃতিতে।
অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রাবন্ধিক অনিরুদ্ধ কাহালি। উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, কবি শামীম রেজা, ‘ধানসিঁড়ি’ সম্পাদক মুহম্মদ মুহসিন, ‘দূর্বা’ সম্পাদক গাজী লতিফ, অধ্যাপক হাবিবুল ইসলাম প্রমুখ।
বরিশালে জন্ম নেওয়া কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ঘোষণা করা হয় এ পুরস্কার আর প্রদান করা হয় তাঁর মৃত্যুবার্ষিকীতে। কবি মাসুদ খান প্রবাসে থাকায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন কবি আসাদ চৌধুরী।