রুয়েটে দু’দিনব্যাপী জব ফেয়ার

1452250459-200x200রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শনিবার বিকেলে শেষ হয়েছে দুই দিনব্যাপী জব ফেয়ার। এই জব ফেয়ারে অংশ নেয়া কোম্পানীগুলো বেশ কিছু শিক্ষার্থীকে সরাসরি তাদের প্রতিষ্ঠানে চাকুরী দিয়েছে।

রুয়েট ক্যারিয়ার ফোরাম দ্বিতীয় বারের মতো আয়োজন করেছিল এই জব ফেয়ার। এবারের জব ফেয়ারে টাইগার সিমেন্ট, প্রাণ আরএফএল, আনোয়ার স্পাতসহ মোট ৬ টি কোম্পানি অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রুয়েট থেকে অধ্যায়ন শেষ করা শিক্ষার্থীদের নিকট থেকে চাকুরী প্রাপ্তির জন্য সিভি গ্রহণ করেন। এছাড়া প্রতিষ্ঠানগুলো স্পট ইন্টারভিউ নেয়ার মাধ্যমে রুয়েটের বেশ কিছু শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে চাকুরী দিয়েছে।

এছাড়াও জব ফেয়ারে শুক্রবার ও শনিবারে শিক্ষার্থীদের চাকুরীর জন্য প্রস্তুতি গ্রহণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকুরীর সেক্টর প্রভৃতি বিষয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হয়।

রুয়েট ক্যারিয়ার ফোরামের সাধারণ সম্পাদক তাসিম মিম জানান, বর্তমান চাকরীর বাজার সম্পর্কে ধারণা পেতে এবং বিভিন্ন কোম্পানিতে সরাসরি রিক্রুটমেন্টের জন্য দ্বিতীয় বারের মতো অত্যন্ত সফলভাবে জব ফেয়ার আয়োজন করতে সক্ষম হয়েছে তাদের সংগঠনটি।

উল্লেখ্য, শুক্রবার সকালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দু’দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

পছন্দের আরো পোস্ট