মালয়েশিয়ায় শিক্ষাবৃত্তি ও টিউশন ফির ছাড়

14716066_1431503356877000_8982817840501831045_nগত শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা নিয়ে তিনদিনব্যাপী শিক্ষা মেলা । রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের চতুর্থ তলায় আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টারের চেয়ারম্যান আবদুর রহীম মুকুল।আজ মেলার ৩য় দিন।লেখাপড়া ২৪.কম মেলার মিডিয়া পার্টনার।

মালয়েশিয়ার প্রথম সারির প্রায় ১৫ টি ইউনির্ভাসিটি ও কলেজ মেলায় অংশ নিয়েছে। ঢাকাস্থ মালয়েশিয়া হাই কমিশন, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ  এতে সহায়তা করছে। মেলার মিডিয়া উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, মেলায় মালয়েশিয়ার উচ্চ শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। মেলায় রয়েছে শিক্ষাবৃত্তি ও টিউশন ফির উপর বিশেষ ছাড়।

Post MIddle

তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্য যদি হয় সাধ্যের ভেতর বিদেশে উচ্চ শিক্ষা, সেই শিক্ষার পছন্দের দেশ হতে পারে মালয়েশিয়া। পর্যটন কেন্দ্রিক দেশ হওয়াতে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ। পড়াশুনা, থাকা খাওয়ার খরচও কম। মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত। বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও খাদ্যগত মিল রয়েছে।

আবদুর রহীম মুকুল জানান, মালয়েশিয়ায় রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং কলেজ। এই সকল বিশ্ববিদ্যালয় / কলেজ পৃথিবীর উন্নত বিশ্বের  স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। অতএব মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পৃথিবীর যেকোন দেশে চাকুরী অথবা পরবর্তী পর্যায়ের লেখাপড়ার জন্য চলে যেতে পারবেন।

মেলায় সরাসরি ইউনির্ভাসিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। মেলায় কোন এন্ট্রি ফি ছাড়াই প্রবেশের সুযোগ রয়েছে। প্রথম দিনে  গতকাল সাতশ’ আগ্রহী শিক্ষার্থী মেলা পরিদর্শন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে। ##

পছন্দের আরো পোস্ট