ঢাবি উপাচার্যের সঙ্গে বিদেশী নৃবিজ্ঞানীদের সাক্ষাৎ

যুক্তরাজ্য, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপের প্রখ্যাত নৃ-বিজ্ঞানীদের ৮-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রবিবার (২৩ অক্টোবর)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

Post MIddle

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- যুক্তরাজ্যের ইলিওনা অট্রাম খলিলি, শ্রীলংকার এস জি সেনালঙ্কাধিকারা, আর এম এস এস সঞ্জিবনী, ডি আর পি সন্ধ্যানায়েকে, এম এ ডি সামানমালী, আর এম বি মাধুবান্তি, নেপালের ড. নির্মল কুমার এবং মালদ্বীপের ড. শাহাব সাব্বির।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান আল শাফী এবং অধ্যাপক ড. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপের নৃ-বিজ্ঞানীগণ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগ আয়োজিত “Anthropology, Adaptation and Resilience in Climate Change Regime” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। ##

পছন্দের আরো পোস্ট