জাতীয় তথ্য প্রযুক্তি পুরস্কার পেলেন ড্যাফোডিল অধ্যাপক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেনের ‘জাতীয় তথ্যযোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৬’ পাওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশের তথ্যযোগাযোগ প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রফেসর আকতার হোসেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে।
গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর পুরস্কার বিতরণী সন্ধ্যায় মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় ভূটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিউনপো ডি এন ধুঞ্জায়েল, আইসিটি ডিভিশনের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস এর সভাপতি মোস্তফা জব্বার সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ##