রুয়েটে দু’দিনব্যাপী জব ফেয়ার শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যারিয়ার ফোরামের আয়োজনে দ্বিতীয় বারের মতো দুই দিনব্যাপী জব ফেয়ার শুরু হয়েছে। শুক্রবার সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ জব ফেয়ার উদ্বোধন করেন। এবারের জব ফেয়ার থেকে বিভিন্ন কোম্পানি সরাসরি ৩০ থেকে ৪০ জন ইঞ্জিনিয়ার রিক্রুট করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বর্তমান চাকরীর বাজার সম্পর্কে ধারণা পেতে এবং বিভিন্ন কোম্পানিতে সরাসরি রিক্রুটমেন্টের জন্য দ্বিতীয় বারের মতো জব ফেয়ার আয়োজন করেছে রুয়েট ক্যারিয়ার ফোরাম। দুই দিন ব্যাপী এই জব ফেয়ার থেকে ৩০ থেকে ৪০ জন ইঞ্জিনিয়ার বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন বলে আশা করছেন রুয়েট ক্যারিয়ার ফোরামের সাধারণ সম্পাদক তাসিম মিম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য চাকুরি দাতা কোম্পানি গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার বলেন, ভালো চাকরির পেতে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের আর কি কি জানা দরকার। তা এই ফেয়ারের মাধ্যমে ধারণা পাবেন শিক্ষার্থীরা।
এবারের জব ফেয়ারে টাইগার সিমেন্ট, প্রাণ আরএফএল, আনোয়ার স্পাত সহ মোট ৬ টি কোম্পানি অংশ নিচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য তিনটি সেমিনারের আয়োজন করেছে সংগঠনটি।#
আরএইচ