জাবিতে ৩৩ তম ব্যাচের এক যুগপূর্তি উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম ব্যাচের যুগপূর্তি উৎসব দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে যুগপূর্তি উৎসব শুরু হয়ে দিনব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান।

Post MIddle

প্রায় সাড়ে পাচশত সাবেক শিক্ষার্থীর অংশগ্রহনে সকাল সাতটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুপন, গিফট গ্রহন করার মাধ্যমে যুগপূর্তি উৎসব শুর হয়। পরে সকাল এগারোটায় অমর একুশে পাদদেশে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুর হয়ে সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়।

দুপুর আড়াইটা থেকে আড্ডা, স্মৃতি চারণ ও নিজম্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো হয়ে উঠে যুগপূর্তি উৎসব। পরে সন্ধ্যায় ইনসাইডো, নকশাল ও সোলসের কনসার্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক এটিএম রেজাউল হক দেহলভী বলেন, এরকম একটি বড় মিলনমেলার আয়োজন সফল করতে পেরে অনেক ভালো লাগছে। যা আমাদের ৩৩ তম ব্যাচের প্রত্যেক সদস্যদের চলার পথকে আরও মহিমান্বিত ও বেগবান করবে।##

পছন্দের আরো পোস্ট