রাবির নর্দমা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ru-news-pic-lipu-20-10-16রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছন থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের দক্ষিণ-পূর্ব প্বার্শের নর্দমা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।লাশটি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর। সে লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। লিপু ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার মুকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

লতিফ হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হলের ডাইনিংয়ের পাশের নর্দমায় প্রথম লাশটি পড়ে থাকতে দেখেন হলের কর্মচারীরা। পরে তারা জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. শতিল সিরাজ বলেন, ‘হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়েছে। তার কক্ষ থেকে ওই জায়গাটা বেশ খানিকটা দূরেই। সেখানে কীভাবে লিপুর লাশ গেল ভাববার বিষয়। লাশের গায়ে কাদা লাগানো এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর শরীরে পর্যাপ্ত কাপড়-চোপড় ছিলো না। এসব কারণে আমাদের কাছে লিপুর মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়গুলো পুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে।’

রাজশাহী মহানগর পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার আহমেদ জাফর ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

লিপুর রুমমেট মনিরুল ইসলাম বলেন, ‘পরীক্ষা থাকায় গত রাতে আমি পড়ছিলাম। লিপু সেসময় ঘুমিয়ে ছিল। পড়া শেষ করে একটার দিকে আমি নিজেও ঘুমিয়ে যায়। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি লিপু রুমে নেই।’

লিপুর সহপাঠী সত্য সরকার বলেন, ‘‘গতকাল রাত ৮টার সময় লিপুর সঙ্গে আমার দেখা হয়। তখন সে আমাকে বলেছিল, ‘আজই সে বাসা থেকে এসেছে। আগামী ২ নভেম্বর পরীক্ষা নিয়ে বেশ টেনশানে আছি।’ ওই সময় আমরা অনেক বিষয় নিয়ে হাসিঠাট্টা করেছিলাম।’’

পছন্দের আরো পোস্ট