বেরোবিতে জাতীয় নদী অলিম্পিয়ডের উদ্বোধন

01‘জানবে যদি, জাগবে নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো জাতীয় নদী অলিম্পিয়ড’১৬। রিভারাইন পিপল ও সমকালের সুহৃদয সমাবেশের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুৃষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ৯ টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী।

প্রথমে নদী বিষয়ের উপর পরীক্ষা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে শুরু হয় প্রশ্নোত্তরপর্ব। এতে অংশ নেন উপস্থিত অতিথি ও অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান নিজেও। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post MIddle

বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ও রংপুর অঞ্চলের রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান, সাবেক সচিব আতাহার আলী, আইনজীবী লিংকন, রিভারাইন খোকন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুল হক প্রমূখ।

পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

02

পছন্দের আরো পোস্ট