বাগেরহাটে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধণা

unnamed22বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের ঐতিহ্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে বৃহস্পতিবার দুপুরে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠান মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, এসএম কলেজের অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন তালুকদার, শরনখোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির, লতিফিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, এসএম কলেজের সাবেক শিক্ষক আব্দুল গফ্ফার হাওলাদার, ফজলুর রহমান গাজী।

ম্যানেজিং কমিটির সদস কেএম শহিদুল ইসলাম, কল্যানী মজুমদার, ফারুক আহম্মেদ খান, কেজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস সাজেদা খাতুন, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, প্রধান শিক্ষক,আলী আহমেদ গাজী, সহকারি শিক্ষক অধীর রঞ্জন বিশ্বাস ও মো.ফারুকুল ইসলামের পরিচালনায় বিদায়ী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আ. মালেক, শিক্ষক পরিষেেদর সম্পাদক একেএম ফরিদী, খলিলুর রহমান , শিক্ষক প্রতিনিধি মো. কামরুজ্জামান নাসির, নাসরীন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, হরিচাঁদ কুন্ডু, পূর্নিমা দেবনাথ প্রমুখ।

ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধণায় বিদায়ী অতিথিকে দুটি ক্রেষ্ট, ৫০ হাজার টাকার প্রাইজ মানি ও স্বর্ণের চেইন প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট